পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
দুর্গেশনন্দিনী

বিফল হইতেছে। অনেকক্ষণ পরে আয়েষার প্রতি চাহিয়া কহিলেন,—“আমি কোথায়?” দুই দিবসের পর রাজপুত্র এই প্রথম কথা কহিলেন।

 আষেয়া কহিলেন, “কতলু খাঁর দুর্গে।”

 রাজপুত্ত্র আবার পূর্ব্ববৎ স্মরণ করিতে লাগিলেন; অনেকক্ষণ পরে কহিলেন, “আমি কেন এখানে?”

 আয়েষা প্রথমে নিরুত্তর হইয়া রহিলেন; পরে কহিলেন, “আপনি পীড়িত।”

 রাজপুত্ত্র ভাবিতে ভাবিতে মস্তক আন্দোলন করিয়া কহিলেন,—“না না, আমি বন্দী হইয়াছি।” এ কথা বলিতে রাজপুত্ত্রের মুখের ভাবান্তর হইল।

 আয়েষা উত্তর করিলেন না; দেখিলেন, রাজপুত্ত্রের স্মৃতিক্ষমতা পুনরুদ্দীপ্ত হইতেছে।

 ক্ষণপরে রাজপুত্ত্র পুনর্ব্বার জিজ্ঞাসা করিলেন,—“তুমি কে?”

 “আমি আয়েষা।”

 “আয়েষা কে?”

 “কতলু খাঁর কন্যা।”

 রাজপুত্র আবার ক্ষণকাল নিস্তব্ধ রহিলেন; এককালে অধিকক্ষণ কথা কহিতে শক্তি নাই। কিয়ৎক্ষণ নীরবে বিশ্রাম লাভ করিয়া কহিলেন,—“আমি কয় দিন এখানে আছি?”

 “চারি দিন।”

 “গড়মান্দারণ অদ্যাপি তােমাদিগের অধিকারে আছে?”

 “আছে।”