পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিমলার পত্র
১৩৯

মানাইলেন। অপরাধী পুত্রকে বহুবিধ ভ গন করিলেন। কলঙ্কিত ষ্ট্রী শশিশেখর দেশত্যাগী হইলেন।

 শশিশেখর পিতৃগৃহ পরিত্যাগ করিয়া কাশীধামে যাত্রা করিলেন, তথার কোন সর্ব্ববিৎ দণ্ডীর বিষ্ঠার খ্যাতি শ্রাতু হইয়া, তাহার নিকট অধ্যয়নরম্ভ করিলেন। বৃদ্ধি অতি তীক্ষ; দশনাদিতে অত্যন্ত স্বপটু হইলেন; জ্যোতিষে অদ্বিতীয় মতামহোপাধ্যায় হইয়া উঠিলেন। অধ্যাপক “অত্যন্ত সন্তুষ্ট হইবা অধ্যাপনা করিতে লাগিলেন।

 শশিশেপর একজন শূদ্রীর গৃহের নিকটে বাস করিতেন। শূদ্রীর এক নবযুবতী কন্যা ছিল। ব্রাহ্মণে ভক্তি-প্রযুক্ত যুবতী আহারীয় আয়োজন প্রভৃতি শশিশেখরের গৃহকার্য সম্পাদন কড়ি দিত s মাতৃপিতৃঢ়স্কৃতিভারে আবরণ নিক্ষেপ করাই কর্ত্তব্য। ੇ কহিব? শূদ্রী-কন্যার গর্ভে শশিশেধরের ঔরসে এ অভাগিনীর জন্ম হইল ।

 শ্রবণমাত্র অধ্যাপক ছাত্রকে কহিলেন, “শ্যি! আমার নিকট দুষ্কর্ম্মীদ্বিতের অধ্যয়ন হইতে পারে না। তুমি আর কাশীধামে মুখ দেপাইও না।”

 শশিশেখর লজ্জিত হইয়। কাশীধাম হইতে প্রস্থান করিবুেন।

 মাতাকে মাতামহ দুশ্চারিণী বলিয়া গৃহ-বহিষ্কৃত করিয়া দিলেন।

 দুঃখিনী মাতা আমাকে লইয়; এক কুটীরে রহিলেন। কায়িকপরিশ্রম দারা জীবন ধারণ তুরিতেন; কে প্রণির প্রন্থি ফিরিয়া চাহিত না। পিতারও কোন সংবাদ পাওয়া গেল না। কয়েক বৎসর পরে শীতকালে একজন আঢ্য পাঠান বস্ত্রদেশ হইতে দিল্লীনগরে শ্বমনকালে কাশীধাম দিয়া যান। অধিক রাত্রিতে নগরে উপস্থিত হইয়। রাত্রিতে থাকিবার স্থান পান না; তাহার সঙ্গে বিবি ঔ একটি নবকুমার। তাঁহারা মাতার কুটারসন্নিধানে আসিয়া কুটারমধ্যে