পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 দুর্গেশনন্দিনী সমভিব্যাহারে করিয়া আশ্রমে আসিলেন। আমার নিকট মন্ত্রশিযু বলিয়। পরিচয় দিলেন, স্বৰ্গীয় প্রভূর নিকট প্রকৃত পরিচয় পাইলাম। যে অবধি তাহাকে দেপিলাম, সেই অবধি আপন চিত্ত পরের হইল । কিন্তু কি বলিয়াই বা সে সব কথা আপনাকে বলি ? বীরেন্দ্রসিংস্ক বিবাহ ভিন্ন আমাকে লাভ করিতে পরিবেন না বুঝিলেন । পিতাও সকল বৃত্তাস্ত অনুভবে জানিতে পারিলেন ; একদিন উভয়ে এরূপ কথোপকথন হইতেছিল ; অন্তরাল হইতে শুনিতে পাইলাম। . . " • পিতা কছিলেন, “আমি বিমলাকে ত্যাগ করির কোথাও পাকিতে পারিব না। কিন্তু বিমল পদি তোমার ধৰ্ম্মপত্নী হয়, তবে আমি তোমার নিকটে থাকিব। আর যদি তোমার সে অভিপ্রায় না পাকে-” পিতার কী সমাপ্ত ন হইতে ইষ্টতেই স্বৰ্গীয় দেব কিঞ্চিৎ রুষ্ট হইয়। কালে—“ঠাকুর ; শূদ্ৰীকন্যাকে কি প্রকারে বিৰাহ কৰিব?” - পিতা শ্লেষ করিয়া কছিলেন, “জারজ কন্যাকে রিবাহ করিলে কি প্রকারে ? - প্রাণুেখর কিঞ্চিৎ ক্ষুণ্ণ হইয়। কছিলেন, “বপন বিবাহ করিয়াছিলাম ੇਖੋ জানিতাম না যে, সে জারজ। জানিয়া শুনির শূদ্রীকে কি প্রকারে বিবাহ করিব ? আর আপনার জ্যেষ্ঠ কন্যা জারজ হইলেও শূদ্র নহে ।” পিত কছিলেন, “তুমি বিবাহে অস্বীকৃত ইলে, উত্তম তোমার ঘাতায়াতে বিমলার অনিষ্ট ঘটিতেছে, তোমার আর এ আশ্রমে আসিবার এয়োজন করে না। তোমার গৃহেই আমার সঠিত সাক্ষাৎ হইবেক।” • সেই অবধি তিনি কিযদিবস যাতায়াত ত্যাগ করিলেন। • আর্মি চাতকীর নায় প্রতিদিবস তাঙ্গর আগমন-প্রত্যাশ৷ করিতাম, কিন্তু কিছুক্ষ্মীক্ষণ নিষ্ফল হইতে লাগিল। বোধ করি, তিনি আর স্থির.