পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিমলার পত্র সমাপ্ত ১৪৫ থাকিতে পারিলেন না ; পুনর্বার পূৰ্ব্বমত যাতায়াত করিতে লাগিলেন । এজন্য পুনৰ্ব্বার তাহার দর্শন পাইয়। আর তত লজ্জাশীল রছিলাম না। ’ পিতা তাঙ্গ পর্য্যবেক্ষণ করিলেন । একদিন আমাকে ডাকিয় কহিলেন, “আমি অনাশ্রম-ব্ৰত-বৰ্ম্ম অবলম্বন করিয়াছি ; চিরদিন আমার কর্নার সহবাস ঘটিবেক না। আমি স্থানে স্তানে পর্যটন করিতে ঘাইব, তুমি তপন কোথায় থাকিবে ?” - আমি পিতার বিরহাশঙ্কায় অত্যন্ত কাতর হইয় রোদন করিতে, লাগিলাম, কছিলাম, “আমি তোমার সঙ্গে সঙ্গে যাইব । না হয়, যেরূপ কাশীবামে একাকিনী ছিলাম, এখানেও সেইরূপ থাকিব ।” - পিত কহিলেন, “ন। বিমলা ! আমি তদপেক্ষা উত্তম সঙ্কল্প করিয়াছি । r আমার অনবস্থানকালে তোমার সুরক্ষক বিধান করিব। তুমি মহারাজ মানসিংহের নবোঢ় মহিষীর সাহচর্য্যে নিযুক্ত থাকিবে ।” 经 o আমি কাদির, কছিলাম, “তুমি আমাকে পরিত্যাগ করিও ন; ” পিত কছিলেন, “ন, আমি এক্ষণে কোথাও বাইব না । তুমি এপন মানসিংহের গৃহে যাও । আমি এখানেই রহিলাম ; প্রত্যঙ্গই তোমাকে দেখিয়। আসিব । তুমি স্থায় কিরূপ থাক, তাহ বুঝিয়া কর্তব্য বিধান করিব ?-- যুবরাজ ! আমি তোমাদিগের গৃহে পুরাঙ্গনী হইলাম। কৌশলে পিতা আমাকে নিজ জামাতার চক্ষুঃপথ হইতে দূর করিলেন। 旁 যুবরাজ ! আমি তোমার পিতৃভবনে অনেক দিন পৌরী হইয়া । ছিলাম ; কিন্তু তুমি আমাকে চেন না । তুমি তখন দশমবর্ষীয় বালক । মাত্র,অন্নরের রাজবাটীতে মাতৃসন্নিধানে থাকিতে,আমি তোমার নবোঢ়া । বিমাতার সাহচর্ঘ্যে দিল্লীতে নিযুক্ত থাকিতাম। কুস্কমের মালার তুল । মহাপ্পুর্নসিংহের কণ্ঠে অগণিতসংখ্যা রমণীরাজি গ্রথিত থাকিত ; তুমি § o