পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ দুর্গেশনন্দিনী চাঙ্গিয় রঙ্গিলেন, যেন কিছু বলিবেন । আযেষা ভাব বুঝিতে পারিয়৷ দাসীকে কছিলেন, “তুমি ইতাকে আমার শয়নাগারে বসাইয়। পুনৰ্ব্বার আসিয়া আমাকে লক্ট্রয়; মা ও }" দাসী তিলোত্তমাকে লষ্টয। চলিল । জগৎসিংহ মনে মনে কভিলেন, “তোমায় আমায় এই দেখা শুন৷ ” গম্ভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া নিঃশব্দ চক্টর রছিলেন। যতক্ষণ তিলোত্তমাকে দ্বারপথে দেখা গেল, ততক্ষণ তৎপ্রতি চাহিয। রছিলেন । তিলোত্তমা ও ভাবিতেছিলেন, “আমার এই দেথা শুন৷ ” যতক্ষণ দৃষ্টিপপে ছিলেন, ততক্ষণ ফিরিস চাঙ্গিলেন না। যখন ফিরিয়। চাঙ্গিলেন, তখন আর জগৎসিংহকে দেপ গেল লী : 態 অঙ্গুরীয়বাহক তিলোত্তমার নিকটে আসিয়া কহিল, "তবে আমি বিদায় হই ?” তিলোত্তম৷ উত্তর দিলেন না। দাসী কঠিল “ই।” প্রহরী কছিল, “তবে আপনার নিকট থে সাঙ্কেতিক অঙ্গুরীয় আছে ফিরাইয় দিউন।” তিলোত্তম অঙ্গুরীয় লইয়। প্রহরীকে দিলেন। প্রহরী বিদায় হইল।