পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশ্য। অমৃতে বিষ ও বিষে অমৃত। হরিনাথ দাস একজন তালুকদার ; রামচরণ মণ্ডল তাহার প্রজা । হরিনাথের সহিত ক্রমাগত দশ বৎসর মোকদ্দমা করিয়া, রামচরণ সর্বস্বাস্ত হইয়াছে ; তাহার সমস্ত জোত জমা হরিনাথের অধিকারে আসিয়াছে । এক্ষণে কোনও না কোনও উপায়ে, হরিনাথের সর্বনাশ সাধনই, তাহার একমাত্র উদ্দেশ্য হইল। সে অনন্তোপায় হইয়া, হরিনাথের গৃহে অগ্নি-প্রয়োগ করাই স্থির করিল । কিয়দিবস পরে রামচরণ জানিতে পারিল, হরিনাথ বিবাহোপলক্ষে কোনও আত্মীয় বাড়ী গিয়াছেন ; বাটতে কেবল র্তাহার স্ত্রী ও একমাত্র শিশুপুত্র রহিয়াছে। সংসারে অন্য লোক না থাকায়, তিনি মধুর মাতাকে তাহার স্ত্রীর নিকট শয়ন করিতে বলিয়া গিয়াছিলেন। মধুর মাতা হরিনাথের স্ত্রী দামিনীর নিকট বলিয়া গেল, সে আসিতে পরিবে না, তাহদের বাটতে কুটুম্ব আসিয়াছে। নারায়ণ, নিশীথ সময়ে অলক্ষ্যভাবে এ বাটীতে উপস্থিত হইলেন ; দেখিলেন, গৃহে আলো জ্বলিতেছে ; দামিনী একজন পুরুষের সত্বে প্রেমালাপ করিতেছে । নারায়ণ বুঝিতে পারিলেন, ما يما