পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । পুরুষটি দামিনীর স্বামী নহে, উপপতি । এই সময় রাম চরণ, সেই বাটতে অগ্নি-প্রয়োগের জন্য আসিয়া উপস্থিত হইল। প্রথমতঃ সে চমকিয়া উঠিল ; দাসমহাশয় বাটতে নাই, তথাপি তাহার গৃহে এই দ্বিপ্রহর রাত্রি পৰ্য্যন্ত আলে৷ জলিতেছে কেন । তৎপর গৃহের অভ্যন্তরে একটি পরিচিত লোকের কণ্ঠস্বর শুনিতে পাইয়া, তাহার শরীর শিহরিয়া উঠিল । সে বুঝিতে পারিল, হরিনাথের পত্নী ভ্ৰষ্ট ! হরিনাথের গৃহের এইরূপ ঘৃণিতাবস্থা দর্শনে, তাহার বদ্ধ-শত্রুভাব বিস্মৃত হইল। সে মনে ভাবিল, দাস মহাশয় যেমন শঠতা করিয়া, তাহার সর্বনাশ করিয়াছেন, পরমেশ্বর, প্রকারান্তরে সেই পাপের শাস্তি প্রদান করিতেছেন । সে এক্ষণে আর হরিনাথের শত্রু নহে,—পরম হিতৈষী বন্ধু ! সে অধিকতর কৌতুহলাক্রান্ত হইয়া, গৃহের ছিদ্র দ্বারা, অবৈধ প্রেমের লীলা-খেলা দেখিতে লাগিল। এই লোকটি হরিনাথের ভৃত্য-; সে দামিনীকে বলিল, “আর বেশীদিন এরূপ থাকিবে না:। তোমার পুত্র বড় হইয়া উঠিল, না জানি, কোন দিন প্রকাশ হইয়া পড়িবে ।” -: দামিনী বলিল, “উহাকে আমি এক্ষণেই শেষ করিতেছি !” অতঃপর ভূত্যপ্ৰেমমুগ্ধ পিশাচী, একখানা শাণিত ছোরা দ্বারা, নিদ্রিত পুত্রের জীবন-নাশ করিতে উদ্যত হইল । রামচরণ দেখিল, সৰ্ব্বনাশ ! হরিনাথ নির্ববংশ হয়। শক্র হইলেও, তিনি মনিব, এই ভাবিয়া, সে দ্রুতপদে গৃহে প্রবেশ করিল レ "