পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ক্রটি হইবে না ; কিন্তু আমরা নিতান্ত অবোধ ও শক্তিহীন ; হরিনামের মৰ্ম্ম কি বুঝিব ? ষে যাহা বুঝে না, সে তাহার নিগুঢ় মৰ্ম্ম কিরূপে বুঝাইবে ?” নারায়ণ উত্তর করিলেন, “যাও, ওটি তোমার পুরাতন কথা ; এস, এক্ষণে আমরা স্বস্ব কৰ্ত্তব্যসাধনে বহির্গত হই ।” । , অনন্তর নারদ ও গণেশ, নারায়ণকে প্রণাম করিয়া, হরিগুণগান করিতে করিতে, গ্রামান্তরে চলিলেন ; নারায়ণও কিয়ৎকাল চিন্তার পর, “নাম-কীৰ্ত্তন” করিতে করিতে, গৃহ-নিষ্ক্রান্ত হইলেন । t নারদ ও গণেশের গীত । ( গাইতে গাইতে গ্রামান্তরে প্রবেশ ) “হরি ; তুমি মম পিতা, তুমি মম মাত হে ! সুহৃদ সখী তুমি, তুমি মম ধন জন ; প্রাণ—রমণ তুমি, শান্তি-সদন হে ॥ আপন বলিতে মম, তোমা বিনা কেহ নাই, সাধনের ধন তুমি, তুমিই শরণ হে। ত্ৰিভুবন পূর্ণ করি, . রহিয়াছ তুমি হরি, তব দরশন বিনা, বৃথা এ নয়ন হে ॥ ఫి ఈ