পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশম । তব গুণ যে রসুন, , কতু না করে ঘোষণা, বিনাশ মঙ্গল তার, কি ফল রহিয়া হে । যথা তব অধিষ্ঠান, সেই পুণ্য তীর্থ-স্থান, ন। ভ্ৰমিল যদি পদ, কি ফল তাহায় হে ॥ সব স্থখ ত্যাগ করি, তব শ্রীচরণে হরি, তমু, মন, প্রাণ মম, করেছি অৰ্পণ হে । বিনা তব গুণ-গাথা, অসার জ্ঞানের কথা, বিফল প্রয়াস শুধু, চাহি না শুনিতে হে । এ বিষম ভৰ-নদী, তরিবারে চাহ যদি, এস সবে সে চরণে, লইগে শরণ হে ॥” (R) “বল বল হরি, ছন্দ না করিহ, বিপদে বেঢ়ল দেশ । এ তত্ত্ব জানিয়া, আগে পলাওল, শ্রবণ-দশন-কেশ ॥ তার পাছে পাছে, লোচন-বচন, তার দুই দিল ভঙ্গ । মোর মোর করি, রাত্রি দিন মরি, যমদূতে দেখে রঙ্গ ॥ সুন্দর নগরে, প্রতি ঘরে ঘরে, বিষম যমের থানা। দণ্ড যে দিবস, বৎসর গণিছে, কোন দিন দিবে হান ॥ এই পুত্র-বধু যতন করিছে, সকলি নিমের তিতা । মরণ-সময় হাতে গলে বাধি, মুখে জ্বলি দিবে চিতা ॥ বদন ভরিয়া, হরি না বলিলা, শমন তরিব কিসে । দাস লোচন, কহিয়। ফারাক, মরিছ আপন দোষে ॥” సె)