পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃশ্য। স্ত্রী-সমিতি | মুখুয্যে মহাশয়দের বাটতে আজ মহিলাগণের নিমন্ত্রণ। সকলেই স্বস্ব বেশ-ভূষায় ভূষিত হইয়া, এগৃহে উপস্থিত হইলেন । মুখুয্যের গিন্নি সমাগত মহিলাগণকে অভ্যর্থনা করিয়া বলিলেন, “তোমরা মা ! ঐ আটচালা ঘরে একটুকু বস ; রান্নার কিছু বিলম্ব আছে।” অমলা, কমলা, সরলা, সরোজ, বিরজা, সুহাসিনী ও সুবাসিনী প্রভৃতি রমণীগণ, কেহ বা চৌকির উপরে, কেহ বা ঘরের মেজেতে বিছান-মাছরের উপর উপবেশন করিয়া, পান চিৰাইতে চিবাইতে, নানাপ্রসঙ্গে কথাবাৰ্ত্ত বলিতে লাগিলেন । নারায়ণ, অদৃশ্যভাবে এই মহিলা সমাজে উপস্থিত হইয়া, সরলা ও সরোজার কথাবার্তা শ্রবণ করিতে লাগিলেন । উহারা অল্পদিন হইল পিত্রালয়ে আসিয়াছে ; উভয়েরই বয়স, বিশ বাইশ বৎসর হইবে ; শৈশবাবধিই উহাদের মধ্যে বেশ ভাব ; বহুকাল পর পরস্পর সাক্ষাৎ হওয়ায়, উভয়েই পরমআনন্দ লাভ করিয়াছে। সরল জিজ্ঞাসা করিল, “সরোজ, ক'দিন হ’ল, এসেছিস্ ?” সরোজ উত্তর করিল, “কাল এসেছি।” ఫెt