পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সরলা । তোর স্বামী কোথায় ? তোরা ভাল আছিস্ ত ? সরোজা । তিনি ক’লকাতায় আছেন ; আমরা ভাল আছি। তোরা ভাল আছিস্ ত ? * সরল । ইঁ, আমরা ভাল আছি । তোদের মধ্যে ভাব কেমন ? সরোজ । হা, এ বিষয়ে ঈশ্বরের বিশেষ দয়া আছে। সরলা । আচ্ছ বেশ, শুনে সুখী হ’লেম । তোর গায়ের গহনা পত্র কোথায় ? সরোজা । বেশী কিছু দেন নাই । সরলা । কেন ? তোকে তিনি এত ভালবাসেন, গহনা দেন নাই কেন ? সরোজ । সংসারের খরচ বেশী, কুলোতে পারেন না ; যখন র্তার সুবিধা হয়, দিবেন ; না হয়, ন দিবেন। সরল । তুই বডড হাবা মেয়ে ; চাইতে পারিস নে ? সরোজা । চাইলে কি হবে ? তাকে কেবল কষ্ট দেওয়া বই ত' নয় ? * সরল । না চাইলে কি পাওয়া যায় ? দেখ, আমি কখান পেয়েছি ! সরোজা । তিনি যে আমাকে প্রাণের সহিত ভালবাসেন, ইহাতেই আমি পরম সুখী । গহন দিয়ে কি ক’রব ? কপালে থাকে ত’ পাব, না হয়, না পাব। তবে বলতে পারিস, অসময়ে গহনায় অনেক উপকার হয় ; কিন্তু সেজন্য স্বামীকে

  1. . >宁