পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনৰ ভারত-দর্শন । বিপদে ফেলা ভাল নয়। অসময়ে ভগবান যা করবেন, তাই হবে। সরল । ছেলেবেলাবধিই তোর বুদ্ধি বড় পাকা ; এমন পাক বুদ্ধি আমাদের নয়। সরোজা । আমরা স্বামীর মুখ দুঃখ না বুঝিলে, আর কে বুঝিবে ? সরলা । আচ্ছ, যাক সেকথা ; তোর শাশুড়ী কেমন, বল দেখি ? সরোজা। খুব ভাল । সরলা । আমরা ত শুনেছি, তার রাগ বডড বেশী ; তোকে বডড জ্বালাতন করেন । সরোজা । না, তা মিছে কথা ; তার দয়া মায় বেশ আছে । সরল । সরোজ, আমি শাশুড়ীর জ্বালায় জ্বলে ম’লেম ; আমার খাওয়া পর তিনি দেখতে পারেন না । সরোজা । দিদি, নিজে ভাল হ’লে, জগৎ ভাল । শাশুড়ী ঠাকুরাণী যাহা বলেন, আমি তাহাই শুনি ; তার একটি কথাও অগ্রাহ করিন ; তার খাওয়ার যত্ব করি ; কথায় কথায় উত্তর দেই না ; তিনি গালি দিলেও, চুপ ক’রে থাকি ; এই কারণে, তিনিও আমাকে খুব ভাল বাসেন । সরল । সরোজ, তুই যা বলছিস, তা সত্য বটে ; কিন্তু শাশুড়ী ঠাকুরুণ কোন কথা বল্লেই, আমার মুখ দিয়ে তাহার উৰ্ত্তয় বৈরিয়ে পড়ে। δυν