পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । “লক্ষনী ক’ন, থাকি আমি সত্যবাদি-সনে, সদা ফুল্ল মনে । পতিব্ৰতা প্রিয়ংবদ, জিতেন্দ্রিয় স্ত্রীতে সদা, আর থাকি ক্রোধহীনে, ক্ষমাশীলে, উপকারী জনে ৷” বাস্তবিক স্ত্রীজাতির পতিব্ৰতা, প্রিয়বাদিনী ও জিতেন্দ্রিয়া হওয়া যেরূপ আবশ্যক, পুরুষগণেরও সেইরূপ ক্রোধহীন, ক্ষমাশীল, সত্যপ্রিয় ও পরোপকারী হওয়া আবশ্যক । এই উভয় শক্তির সম্মিলনে ভারতের দৈন্য ও দুর্দশ অবশ্যই দূর হইবে, দেশে এক অপূর্ব আভ্যন্তরিক বলের সঞ্চার হইবে। নারায়ণ, এইরূপ চিন্তাকুলচিত্তে গুহান্তরে গমন করিলেন । কিয়ৎকাল পরে তিনি ভাবিতে লাগিলেন,—“দিব প্রায় অবসান হইল ; এক্ষণে আর গৃহে প্রত্যাগমন করিব না, রমণীগণ কর্তৃক কিরূপে ভ্রাতৃ-বিচ্ছেদ সংঘটিত হয়, তাহাই একবার দর্শন করিব।” ' ') a