পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সম্পত্তির বণ্টন হইবে ; এক্ষণে তোমরা আহারাদি পৃথক কর।” কালীনাথ বাবু আহলাদের সহিত বলিলেন, “আচ্ছা, তাহাই হউক ৷” আতৃত ব্যক্তিগণ, তাহদের ভিন্ন ভাবে বাস ও আহারাদির স্থান-নির্দেশ করিয়া দিয়া, স্ব স্ব গুহে প্রত্যাগমন করিলেন । এই সকল দর্শন ও শ্রবণ করিয়া, নারায়ণ এক বৃদ্ধা ভিখারিণীর বেশ ধারণ-পূর্বক, অন্তঃপুরে উপস্থিত হইয়া, বলিতে লাগিলেন, “হায় রে ; একটি সোণার সংসার বিনষ্ট হইল । একতার বল বিচ্ছিন্ন হইল ! যে সংসারের অধিস্বামী, স্ত্রী-বুদ্ধিস্বারা পরিচালিত হন, অচিরেই তাহার অধঃপতন অবশ্যম্ভাবী। এ হেতু শাস্ত্রকারগণ বলিয়াছেন :– আত্ম-বুদ্ধিঃ শুভকরী, গুরুবুদ্ধি বিশেষতঃ । শক্ৰ-বুদ্ধি বিনাশায়, স্ত্রীবুদ্ধিঃ প্রলয়ঙ্করী ॥ কালীনাথ ! তুমি যে এরূপ অপদার্থ, তাহ আমরা জানিতাম না । দেখ,— দেশে দেশে কলাত্ৰাণি, দেশে দেশে চ বান্ধবাঃ । তন্তু দেশং ন পশ্বামি, যত্র ভ্রাতা সহোদরঃ ॥ দেশে দেশে স্ত্রী পাওয়া যায় এবং দেশে দেশে বন্ধু মিলে, কিন্তু এমন দেশ দেখি না, যে স্থানে সহোদর ভ্রাত মিলে । ఫి ఫిఫి