পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নারায়ণের গান। ভক্তিভাবে ডাকলে আমি রইতে পারি কৈ, ওরে, যে ডাকে আমারে, আমি তারই হয়ে রই। ষে জন বিশ্বাস করে, জীবন সঁপেছে মোরে, কে আছে তার এ সংসারে, বল আমি বই ! আমি ভক্তের অধীন, আমায় জানে সবে চিরদিন, ভক্তকে দেখিলে আমি, আনন্দিত হই । দারা স্থত ধন প্রাণ, (ওরে) যে করে আমায় অৰ্পণ, তাহার সকল ভার, মাথায় করে বই । ভক্তিতে চৈতন্য মোরে, বেঁধেছিল প্রেমডোরে, ভক্তির জোরে ধ্রুব প্ৰহলাদ, হ’ল শমন জয়ী । নারদ মুনির গান । নাথ ! তুমি সৰ্ব্বস্ব আমার ; প্রাণাধার সারাংসাব ; নাহি তোমা বিনে, কেহ ত্রিভুবনে, বলিবার আপনার । তুমি সুখ-শাস্তি সহায়-সম্বল, সম্পদ-ঐশ্বৰ্য্য, জ্ঞান-বুদ্ধি-বল, তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বৰ্গধাম, তুমি শাস্ত্ৰ-বিধি, গুরু কল্পতরু, অনন্ত স্তখের আধার। তুমি ছে উপায়, তুমিই উদ্দেশু, তুমি অন্ট পাতা, তুমি হে উপাস্ত, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবাণবে কর্ণধার। >ーky