পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । এবং চিত্তের অবসাদ দূর করিবার জন্য, শীঘ্রই গভীর নিদ্রায় বিভোর হইয়া পড়িলেন। 始 রাত্রি প্রভাত হইল। র্তাহারা প্ৰাত:কৃত্য সমাপন করিলেন। গণেশ, নারায়ণকে বলিলেন, “প্রভু, আমরা অনেক গ্রাম্যতত্ত্ব সংগ্ৰহ করিয়াছি ; আপনার নিকট যাবতীয় বিষয় নিবেদন করিব। পল্লীমধ্যে “গ্রাম্য-দেবতা” নামে বিধাতার অপূর্ব স্বফ্ট এক সম্প্রদায় নর-পিশাচ এরূপ পূর্ণ শক্তিতে বিরাজ করিতেছে যে, উহাদিগকে “মৰ্ত্ত্যের দানব” ভিন্ন আর কিছুই বলা যাইতে পারে না । উহার কলির এই কলুষময় কালে, পাপের প্রবাহ আরও বৃদ্ধি করিতেছে। দেশমধ্যে শান্তি-সংস্থাপন বিধাতার অভিপ্রেত, কিন্তু হায় ! অশান্তির বিষময় বীজ বপন করিতে উহারাই প্রধান পাণ্ড ।” নারায়ণ উত্তর করিলেন, “বৎস, তোমার কথা শ্রবণ করিয়া, জ্বলন্ত অনলে ঘৃতাহুতির ন্যায়, আমার মনের আগুন আরও জুলিয়া উঠিল ;–ভাবিয়া ছিলাম, রমণীকুলের ন্যায়, পুরুষকুলের অধঃপতন সংঘটিত হয় নাই ; কিন্তু, এক্ষণে বুঝিলাম, বাস্তবিক তাহা নহে ;–পুরুষকুলের অধঃপতন অধিকতর ভয়াবহ, অধিকতর শোচনীয় ও অধিকতর ঘৃণাজনক। গণেশ উত্তর করিলেন, “প্রভু, সে কথার আর বিন্দুমাত্রও সন্দেহ নাই। রমণীকুলের অধঃপতন ঘটিলেও, এদেশের বর্তমান সমাজ-শৃঙ্খল, তাহদের ধৰ্ম্মপ্রাণতাতেই প্রতিষ্ঠিত ; পুরুষকুলে যে সকল সস্তাব, একেবারেই দৃষ্ট হয় না, এখনও রমণী সেই সকল গুণের অধিষ্ঠাত্রী ; এখনও দয়া-মায়া, S3 e