পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নিরীহ লোকের আর্তনাদ, আর শ্রবণ করিতে পারি না । আমরা আর কতকাল মায়ের এই দুর্দশা দর্শন করিব ?” নারায়ণ বলিলেন, “বৎস, যখন কোনও দেশ অধঃপতনের চরম সীমায় উপস্থিত হয়, তখন তাহার পরিবর্তন অবশ্বাস্তাবি ; এ দেশের আভ্যন্তরিক অবস্থাও অতীব মন্দ, এক্ষণে অবশ্যই ইহার পরিবর্তন ঘটিবে। বৎস, এই কলির বরপুত্র, দেশের সর্বনাশক, সমাজের গ্রানি, মর্ত্যের দানবগণের চরিত্র, আমি স্বয়ং পরিদর্শন করিব ; তোমাদিগকে আর বিরক্ত করিব না ।” নারায়ণ, নারদ ও গণেশ সন্ধ্যাকৃত্য সমাপন পূর্বক, কিছু জলযোগ গ্রহণ করিলেন । কিয়ৎকাল পরে তাহারা শয়ন করিলেন এবং এ দেশের ভূত-ভবিষ্যৎ ও বর্তমান চিন্তা করিতে করিতে গভীর নিদ্রায় বিভোর হইয়া পড়িলেন । রাত্রি প্রভাত হইল। নারায়ণ বলি লেন, “বৎস, এক্ষণে তোমরা হরিনাম প্রচারের জন্য বহির্গত হও ; আমিও গ্রাম্যদেবতার চরিত্র-পরিজ্ঞানের জন্ত বহির্গত হইতেছি । যে পর্য্যন্ত এই মর্ত্যের দানবগণের চরিত্র-পরিদর্শন শেষ না হয়, সেই পৰ্য্যন্ত আর গৃহে প্রত্যাগমন করিব না ; তোমরা কোনও চিন্তা করিও না ; তোমাদের নিয়মিত দৈনিক হরিনাম প্রচারের যেন কোন রূপ ক্রটি না হয় । “যে আজ্ঞে,” এই বলিয়া নারদ ও গণেশ নারায়ণকে প্রণতি-পূর্বক গৃহ নিস্ক্রান্ত হইলেন। নারায়ণও কিয়ৎকাল পরে, অদৃশ্যভাবে, এক গ্রাম্য দেবতার আলয়ে উপস্থিত হইলেন । - రి