পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রাম্য দেবতার কার্স্য | মোকদ্দমা, ঝগড়া বিবাদ, পরানিষ্টসাধন, পরশ্ৰীকাতরতা ও বিবাহ-ভঞ্জন । হরনাথ চক্রবর্তী মহাশয়ের মাতৃ-শ্রাদ্ধ সম্পন্ন হইল । হরনাথ, রায় মহাশয়ের কথার অনুসরণ করে নাই, এজন্য সে গ্রাম্য দেবতার কোপে পড়িল । রামচরণ গোপ, ক্রিয়া-কৰ্ম্মে হরনাথের বাটীতে ক্ষীর ও দধি-দুগ্ধ যোগাইত। একদিন রায় মহাশয় তাহাকে ডাকিয়া বলিলেন, “রামচরণ, হরনাথের নিকট টাকা পেয়েছিস্ ?” রামচরণ উত্তর করিল, “কত্তা, এক পয়সাও পাই নাই ; এ ভিন্ন চক্ৰবৰ্ত্তী মহাশয়ের ੋਂ শ্রাদ্ধের টাকাও বাকী রহিয়াছে।” রায় মহাশয় । তুই দেখছি, নিতান্ত বোকা ; তুই ভাবছিস, এই টাকা কখনও পাবি ? আজকাল এত বোকা হ’লে কি কারবার চলে ? রামচরণ । কত্তা, তবে কি করি ? টাকা পাওয়ার উপায় কি ? রায় মহাশয় । আচ্ছা বেশ, চল, আমার সঙ্গে সহরে চল ; তোর সমস্ত টাকা আদায় ক’রে দিব । রামচরণ । কত্তা, কি নালিস করার কথা বলছেন ? >8○