পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । রায় মহাশয় । তা না ত কি ? নালিস না করলে কি কখনও টাকা পাবি, মনে করিস্ ? • . রামচরণ। আমার যে এক ঘর গ্রাহক কমে যাবে ? আর বিশেষ, চক্রবর্তী মহাশয় নিতান্ত ভাল মানুষ । । রায় মহাশয় । এমন ভাল মানুষ অনেক আছে । আমি, তোকে দশ ঘর গ্রাহক জুটিয়ে দিব, চিন্তা কি ? রামচরণ, রায় মহাশয়ের অসীম ক্ষমতার বিষয় অবগত ছিল ; এ হেতু নানারূপ ভাবিয়া চিন্তিয়, তাহার প্রস্তাবে সম্মতি দান করিল । রায় মহাশয় বিশেষ সস্তুষ্ট হইয়া বলিলেন, “রামচরণ, তোর-খরচপত্র কিছুই লাগিবে না, আমরাই সব জুটিয়ে দিব ।” এক্ষণে রামচরণের মনে কোনও দ্বিধা রহিল না ; সে কিয়ৎকাল পরে, খাতাপত্র সহ রায় মহাশয়ের নিকট পুনরায় উপস্থিত হইল । রায় মহাশয়, মোকদম উপলক্ষে মাসের প্রায় পনর দিন সহরে অবস্থিতি করেন ; বহু উকীল মোক্তার তাহার পরিচিত ; একখানা চিঠি দিয়া, রামচরণকে গদাধর উকীলের নিকট পাঠাইয়া দিলেন। অবোধ রামচরণ যেন হাতে হাতে স্বর্গ পাইল । - . এই সময়, নারায়ণ চিন্ত করিতে লাগিলেন, খলের স্বভাব বাস্তবিক এইরূপ ৷ উঁই, ই দুর, ও সপ খল-স্বভাব । উই আর ইদুর কাঠ কাটে, কাপড় কাটে, তাহাতে ইহাদের কি লাভ ? সপ, পরম সুন্দর শিশুকেও দংশন করে, তাহাতে ইহার কি লাভ ? কিছুই নয়। যাহারা খল, অন্যের অনিষ্ট | 88