পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণেশ্ন অভিনব ভারত-দর্শন । "সমর্থ হওয়ায়, এক লাথি দিয়া ভাড়টি ভাঙ্গিয়া ক্ষেলিলেন। ছমির গালি দিতে দিতে, কঁাদিতে লাগিল । রায় মুছশিয় বলিতে লাগিলেন, পাজি বেটা, এক্ষণে কেমন হ’ল ? ভূমিরের কান্না শুনিয়া, আরও দু'পাঁচ জন মুসলমান একত্র হইল ; রায় মহাশয়ের পক্ষেও অনেক হিন্দু ও মুসলনান জুটিল ; উভয় পক্ষেই বহুক্ষণ বাগ্‌বিতণ্ড চলিল ; অবশেষে রায়ের পক্ষই প্রবল হইল। তৎপক্ষীয়ের মীমাংসা করিল, ছমির নিতান্ত জুঞ্জয় কাৰ্য্য করিয়াছে ; এমন লোককে দু'এক সের দুধ বিনামূল্যেই দিতে হয়। তাহদের বিচারে, রায় মহাশয়ই জয় * করিলেন ; ছমিরের হা’র হইল ! * নারায়ণ চিন্তা করিতে লাগিলেন, বিচার ভালই হইল ! এমন না হ’লে, এদেশের এরূপ দুৰ্গতি কেন হইবে ? কালমাহীত্ম্যে অন্যায়ই ন্যায়, অসত্যই সত্য, অসম্ভবই সস্তব বলিয়া প্রতিপন্ন হয় ! হায় রে কলিকাল ! তোমাতে সকলই সস্তবে ! নারায়ণ, রায় মহাশয় ও তদীয় সহচরগণের এইরূপ অল্পায় ও অসঙ্গত কাৰ্য্য-কলাপ প্রতিদিন দর্শন করিয়া মৰ্ম্মাহত হইলেন । নিরীহের অশ্রীবর্ষণ এবং দুৰ্ব্বলের প্রতি সবলের অত্যাচার, উৎপীড়ন ও অনিষ্টাচরণ দর্শনে, তাহার হৃদয় অধিকতর ব্যথিত হইয়া উঠিল । তিনি ভাবিতে লাগিলেন, মনুষ্য-সমাজে আবার দানবের আবির্ভাব কেন ? আবার নিকৃষ্ট প্রাণীর প্রকৃতিই বা কোথা হইতে আসিল ? “মনুষ্য” শ্রেষ্ঠ পশুপ্রকৃতি প্রাপ্ত হইলেও, এদেশের বহুল কল্যাণ হইত। হায় ! وفي 8 يج