পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । রায় মহাশয়ও মনে মনে কিছু বিরক্ত হইয়া, কথা অন্য দিকে ফিরাইতে চেষ্টা করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেনঃ "ওরে, তোরা জানিস্, যোগেশের পিতার নাকি আরও একশত টাকা মাহিয়ান বেড়েছে ?” শিবানন্দ । আজ্ঞে, হঁ । - রায় মহাশয় । বেটার কপাল কেমন দেখ ! দিন দিনই কেমন উন্নতি ! ছেলেটিও ওকালতি পাস করবে ! বাড়ী ঘর ত । “ইন্দ্র-পুরী” ক’রে তুলেছে ; বউগুলিকেও অলঙ্কার দিয়ে পীর ন্যায় সাজিয়েছে! আমাদের খোকাও ত যোগেশের সঙ্গে পড়ত ; কিন্তু দেখ, যোগেশ হবে উকীল কি হাকিম, আর খোকার সামান্য মুহুরি গিরি পাওয়াই দায় ! ওদের বডড কপালের জোর ! শিবানন্দ । কথাটি ঠিকই বলেছেন ; বেটার বড় কপাল ! কিন্তু অহঙ্কার বেশ আছে। আমরা ত ক্ষুদ্র লোক ; আমাদের সাথে তিনি কথাটিও বলেন না । রায় মহাশয় । এক্ষণে কপাল বড় হ'য়েছে, কথা কইবে কেন ? আহা ! ঠাকুর ! ওদের বাড়ী ঘর যদি ভূমিকম্পে ভেঙ্গে যেত, তবে বড় ভাল হইত ! যেমন অহঙ্কার, তেমন আক্কেল হ’ত ? - রামরতন । শুনেছি, এক সাহেব নাকি ওকে বড় ভাল বাসে ; আহা ! ঐ সাহেবটি ম’লেও হয়। নুতন কপালে লোকদের জন্য, আর বাজারের মাছ তরকারী খাওয়ার যে নাই ; 8 సె •