পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । উহার বাজারে যেয়ে, কোন জিনিষের দাম দস্তুর না করিয়াই, কেবলগুড়িতে ভরে । পরে এক টাকার জিনিষের মূল্য, পাঁচ সিকা দিতেও ফিরে না ! অনন্তর গ্রাম্যদেবগণ সকলেই ভাবিতে লাগিল, “যোগেশ যেন ওকালতি পাস কত্তে না পারে ; আর পোড়া কপালে সাহেবটিরও যেন শীঘ্রই ভব-লীলা সাঙ্গ হয় ।” কিছুক্ষণ পরে রামকান্ত বলিল, শুনেছেন, কালী মুখুয্যের ছেলে, রমেশও ত দারোগ হচ্ছে । শিবানন্দ । কে বল্লে ? তোর কাছে যত আজগুবি কথা শুনতে পাওয়া যায় ! রমাকান্ত । আজগুবি কথা নয়, সত্য কথা । বাপ যেমন কপালে, ছেলেও তেমন কপালে ; পরীক্ষা পাস কত্তে কত্তেই, দেখ, চাকুরী জুটে গেল ! দেখ, কেমন কপাল ! এমন লেখা পড়া জানা কত লোক ঘাটে-পথে ঘুরে বেড়াচ্ছে । রমেশের উন্নতির কথা শ্রবণ করিয়া, অন্যান্য গ্রাম্যদেবগণ সকলেই ম্ৰিয়মাণ হইল এবং যাহাতে তাহার অমঙ্গল ঘটে, ঈশ্বরের নিকট সেই প্রার্থনাই করিতে লাগিল । গ্রাম্যদেবতারা এইরূপ অনেক লোকেরই নিন্দাবাদ করিল এবং সমস্ত উন্নত পরিবারেরই সুখ-সৌভাগ্য সমালোচনা করিয়া, যৎপরোনাস্তি দুঃখানুভব করিল। নারায়ণ, তাহদের নিগৃঢ় ভাব অবগত হইয়া, ভাবিতে লাগিলেন, হায়রে । এই দুবৃত্তগণের মানসিকাবস্থা কি ভয়ঙ্কর । তাহা ক্ষণমাত্র চিন্তা করিলেও, (t e