পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। আপনাদিগকে পরিত্যাগ করিতে পারি না ; তাই বলিতেছি, আপনার আমাকে প্রহার করুন ; আবার বলিতেছি,— আমাকে প্রহার করুন।” “কি, প্রহার করিলে না ? আচ্ছ, তবে লোক-সমাজে তোমাদের মনের ভাব প্রকাশ করিয়া দিতেছি :-: হিংসার উক্তি । “হাদে দেখি ঘরে ঘরে, সকলেই খায় পরে, মুখে আছে পরস্পরে, আজো এর মরে নি ? : কত সাজে সাজ করে, গরবেতে ফেটে মরে, এখনও এদের ঘরে, যম এসে ধরে নি ? এই সব জামাজোড়, এই সব গাড়ী ঘোড়া, এ সব টাকার তোড়া, চোরে কেন হরে নি ? আরে ওরা ভাগ্যবান, বাড়িয়াছে কত মান, গোলাভরা আছে ধান, লক্ষী আজো সরে নি ? মর এটা যেন হাতী, দশহাত বুকের ছাতি, করিতেছে মাতামাতি, জ্বরে কেন জ্বরে নি ? হাদে মাগী কালমুখী, ঠিক যেন কচি খুকী, পতি সুখে বড় সুখী, ঠেটি কেন পরে নি ? মর মর ওই ছুড়ী, পরেছে সোণার চুড়ী, বেঁকে চলে মেরে তুড়ী, ফুল তবু করে নি ? দেখ দেখ নিয়ে মিঠে, খেতেছে কি পুলি পীঠে, এখনো এদের ভিটে, ঘুঘু কেন চরে নি ?” 》载文