পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ললিত-যৎ । “হিংসক কি ভয়ানক জন্তু এ সংসারে ! অন্তরে নরক কৃমি কিলি বিলি করে । চোখ দুটো মিট্‌মিটে, কথা গুলো পিটুপিটে, মাস সিটুকে আছে সদা, মুখের দুধারে ; সৰ্ব্বদাই খুংমুং, সর্বদাই খুৎ ধুৎ, স্বধা কেহ খেতে দিলে বিষ জ্ঞান করে ; থেকে থেকে কচি খোকা, থেকে থেকে নেক বোক, পোড়া মুখে, দেতে হাসি, খেতে আসে ধোরে ; প্রত্যেক কথায় বিষ, থুথু ফেলে তাহা বিষ, জগতের মধ্যে ভাল, লাগে না কাহারে ; যদি কেহ সুখে রয়, যেন সৰ্পর্বনাশ হয়, কুঁড়ের ভিতরে বোসে, জ্বলে পুড়ে মরে ; সূৰ্য্যের উজ্জ্বল আলো, পেচার লাগে না ভাল, কোটরে লুকিয়ে থেকে, মাল-সটি মারে ; শুনিলে কাহারো যশ, রেগে করে গস গস্, রটায় তার অপযশ, যে প্রকারে পারে । , করিতে পরের মন্দ, বড়ই মনে আনন্দ, নিয়ে তার ছন্দ বন্দ, ছুতো খুজে মরে । ভাবিয়ে না ঠিক পাই, বল বিধি শুনতে চাই, কোন মাটি দিয়ে তুমি, গড়েছ ইহারে ?” ১৫৩