পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। ব্রা । তবে আর অবস্থা ভাল কি ? রায় । সে কথা আপনি বিবেচনা করুন । ব্রা । ছেলেটির স্বভাব কেমন * রায় । মন্দ নয় ; বেশ বিনীত, মিষ্টভাষী, তবে আজকাল জেণ্টোল ম্যানের রীতি, তাই কিছু মদ্য-পান করার অভ্যাস আছে ? ব্রা। তবে আর স্বভাব ভাল কি ? রায় । সে কথা আপনি বিবেচনা করুন । ব্রা । ছেলের ত কোন ব্যারাম নাই ? রায় । ছেলেটি সুস্থ ; কোন ব্যারাম আছে বলিয়া বোধ হয় না ; তবে শুনেছি, কোনও গুপ্ত রোগের নাকি ঔষধ-সেবন করিতেছে ; তাহ, বোধ হয়, শীঘ্রই দূর হইবে । ব্রা । তবে ত এস্থানে আমাদের সম্বন্ধ করা হয় না । রায়। সেটি আপনাদের ইচ্ছা ; আপনার বিদেশী লোক, আমার নিকট এসে জিজ্ঞাসা কচ্ছেন, তাই প্রকৃত কথা বলছি। ব্রাহ্মণদ্বয় নিতান্ত হতাশ হইলেন ; তাহাদের সকল শ্রম নিস্ফল হইল ; মুখুয্যে মহাশয়ের বাট গমন নিম্প্রয়োজন বিবেচনা করিয়া, তাহারা স্থানান্তরে প্রস্থান করিলেন । গ্রাম্য দেবতাদের উদ্দেশ্য সিদ্ধ হইল ; তাহারা সাতিশয় আহলাদ সহকারে পরস্পর বলিতে লাগিল, “বেশ হয়েছে : ভদ্রলোক দুটি চ'লে গেছে ; আর ভয় নাই, এ সম্বন্ধ আর *ছবে না ; এটি বড় ভাল সম্বন্ধ ছিল, মেয়েটি যেমন রূপবর্তী stte