পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । তেমন গুণবতী, তাহার পিতার সঙ্গতিও তেমন । রমেশকে, কোন ক্রমেই ভাল মেয়ে বিয়ে করতে দিব না।” নারায়ণ দেখিলেন, এই সকল দুৰ্বত্তের চক্ৰে পড়িয়া, অনেক লোক বিড়ম্বিত হন ; অনেক লোক সৎপাত্র অবহেলা করিয়া, অসৎপাত্রে কন্যা-সম্প্রদান করিতে বাধ্য হন, অবশেষে অনুতাপানলে দগ্ধ হইতে থাকেন । অনন্তর নারায়ণ ভাবিতে লাগিলেন, “হায় রে ; এই গ্রাম্য-দেবগণ এক একটি অদ্ভুত পদাৰ্থ! ইহাদের অসাধ্য কোন কাজ নাই ! প্রকৃতি-পুরুষের পরস্পর বৈধ সম্মিলন বিধাতার অভিপ্রেত ; কিন্তু হায় । ইহার তাহার অন্তরায় ! কি ভয়ঙ্কর কথা ! বিধাতার কাৰ্য্যেও হস্তক্ষেপ ! তাহাতেও আবার সফলতা ! ধন্য গ্রাম্য দেবগণ, ধন্য তোমাদের ক্ষমতা ! তোমাদের শঠতার সুদর্শন চক্র এবং প্রতারণার নিদারুণ নাগ-পাশের মৰ্ম্ম বুঝিতে সক্ষম, বিধাতা এরূপ অল্প লোকই স্মৃষ্টি করিয়াছেন !” এদিকে হরনাথ চক্ৰবৰ্ত্তী মহাশয়ের নামে, রামচরণ গোপ পাঁচশত টাকা ডিক্রি করিল । হরনাথ, এই টাকা পরিশোধ করিতে অসমর্থ হওয়ায়, পৈত্রিক ভূমি-সম্পত্তির কিয়দংশ বিক্রয় দ্বারা উক্ত ঋণ শোধ করিল। নিরীহ ব্রাহ্মণ, গ্রাম্য দেবতার কোপে পড়িয়া, এইরূপ অপমানিত, লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্তু হইল । নারায়ণ, ক্রমে ক্রমে গ্রাম্য দেবগণের শুভানুষ্ঠানে বাধা, ব্যভিচার, সাধুদ্বেষ প্রভৃতি কাৰ্য্য-কলাপ দর্শন করিলেন ; কিরূপে তাহদের কু পরামর্শে কামাল, জামাল ও সদুসৰ্দার »¢ፃ