পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । মুখে যাত্রা করিব।” “যে আজ্ঞে” এই বলিয়া, তাহারা আয়োজন করিতে প্রবৃত্ত হইলেন । পরদিন প্রভাতকালে, দেবগণ দিব্য রথে আরোহণ করিয়া, অনতিকাল মধ্যেই, ভারতবর্ষে আসিয়া উপনীত হইলেন, এবং ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ পূর্বক, ভারতসম্বন্ধে নানারূপ কথোপকথন করিতে করিতে, পদব্রজে গমন করিতে লাগিলেন । যিনি, বিশ্ব-ব্রহ্মাণ্ডের অধিপতি, সৰ্ববজ্ঞ ও সসব নিয়ন্ত, তাহার অজ্ঞাত ও অসাধ্য কিছুই নাই ;--তবে যে তিনি এই ভাল তাবলম্বন করিলেন, তাত কেবল লীলাময়ের লীলা মাত্ৰ ! ඔු