পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সামান্য অর্থ গ্রহণে রুগ্ন লোক সমুহের আরোগ্য বিধান করেন। স্থল বিশেষে, তাহাদের চিকিৎসা-নৈপুণ্যও মন্দনয়। যাহারা সক্ষম এবং সহরে যাইয়া চিকিৎসার্থ অকাতরে অর্থ ব্যয় করে, তাহারাও গ্রামে অবস্থানকালে, গ্রাম্য চিকিৎসকগণের প্রাপ্তি বিষয়ে, কৃপণতা প্রকাশ করে। ইহাপেক্ষা অধিকতর দুঃখের বিষয় আর কি হইতে পারে ? তাহাদের দ্বারা পল্লীবাসী কত গরীব গৃহস্থ যে উপকৃত হয়, তাহা বলা যায়না । ভারত সন্তান ! এই হিতৈষিব্যক্তিগণের প্রতি কৃপা দৃষ্টি করিলে, তাহার পল্লীর স্বাস্থ্যবিধানে, অধিকতর মনোযোগী হইবেন এবং গ্রামে গ্রামে যোগ্য চিকিৎসকের আবির্ভাব হইবে।” ১২ । বধূগণের প্রতি দৃষ্টিহীনতা । নারায়ণ দেখিলেন, অনেক পরিবারে ধৰ্ম্মশীল বধূগণের প্রতি গৃহস্বামিনী দৃষ্টিহীন । তাহাদের লাঞ্ছনা ও মৰ্ম্মপীড়ায়, তিনি অত্যন্ত ক্লেশানুভব করিলেন । অনন্তর, তিনি এক বৃদ্ধ স্ত্রীলোকের মূৰ্ত্তি ধারণ পূর্বক গদাধর সরকারের বাড়ী উপস্থিত হইয়া, সরকার গিন্নীকে সম্বোধন করিয়া বলিলেন —“মা ! আমি বহুদূর হইতে একটি কথা বলতে এসেছি ; তুমি ত খুব ভাল মেয়ে, তোমার সংসারও খুব ভাল ; তবে মা ! বউদের প্রতি তোমার দৃষ্টি নাই কেন ? বেলা দুট। বেজে গেল, এখন পর্য্যন্ত তাহাদিগকে চারিটি খেতে وهي سيb *