পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । যিনি আপন আত্মার দোষদর্শন ও সংশোধনে সক্ষম, কেবল তিনিই পরকীয় আত্মার উন্নতিবিধানে সমর্থ। আমার আকাজক্ষ। এই,—গুরুগণ আপন আপন পদের মর্য্যাদা রক্ষা করুন এবং শিষ্যগণও, মুক্তির জন্য, শ্ৰীগুরুর পদপ্রান্তে আশ্রয় লউন । গুরুর কৃপা ভিন্ন মুক্তির আশা তুরাশ মাত্র । রে ভ্রান্ত শিষ্য ! মুক্তি ইচ্ছা করিলে, গুরুদ্বেষ সম্পূর্ণরূপে বর্জন কর এবং তৎপদে অটল ভক্তি রাখ । ভক্তকে, আমি বড়ই ভালবাসি ; তাহার মুখমণ্ডল স্নান দেখিলে, আমার প্রাণ কাদিয়া উঠে ; আমি তাহাকে সকল বিপদ হইতে উদ্ধার করি ; সে আমার উপর নির্ভর করিয়া, নিশ্চিন্ত থাকে, আমি ও তাহার জন্য সতত চিন্তিত থাকি । ভগবান অপেক্ষাও, ভক্ত বড়। ম! ভারত-ভূমি ! আর কি তোমার সেই গুরুভক্ত সন্তানগণেব তাবির্ভাব হইবে না ।” ১৭। বউ পোড়া । ইতিপূৰ্ব্বে নারায়ণ বধূগণের শাশুড়ী-দ্বেষ দর্শন করিয়৷ ব্যথিত হইয়াছেন, এক্ষণে আবার, স্থানে স্থানে তাঙ্গার বিপরীত ভাব দর্শন করিয়া, অধিকতর মৰ্ম্মাহত হইলেন । এক একটি শাশুড়ী অবল ও অসহায়া লক্ষ্মীরূপিণী বধূর প্রতি, সামান্য কারণে, যেরূপ নিষ্ঠুর ব্যবহার করেন, তাহ দর্শন করিলে, পাষাণ ও বিগলিত হয় । এই দৃশ্যটি দর্শন করিবার জন্য, তিনি নিমাইঠাকুরের বাড়ী অলক্ষ্যভাবে উপস্থিত হইলেন। নিমাই >>文