পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। —“মাগে, বহুতপস্যার ফলে পুত্ৰলাভ হয়, সেই পুত্রবধুর প্রতি অকারণ এত অত্যাচার কেন ? তুমি, যে সকল ক্ষুদ্র বিষয় লইয়া, বধুর সঙ্গে ঝগড়া কর, তাহার মুলে কিছুই নাই ; তবে মা ! এরূপ দুর্ব্যবহার কেন ? অকারণে গৃহে অশান্তি ডাকিয়া আনিও না। বধূর দোষ দেখিলে মধুর কথায় তাহার সংশোধন করিও । এক্ষণে, তোমার ইষ্ট চিন্তার সময় ; মনে, পৃথিবীর ধূল কাদা আর মাখিও না । কেবল হিংসা ! কেবল দ্বেষ ! কেবল স্বার্থপরতা ! কেবল ক্ষুদ্র দৃষ্টি ! এ সব সম্পূর্ণরূপে পরিত্যাগ কর । যে, জিনিষের মূল্য জানে না, সে কোন প্রকারেই, তাহার অধিকারী হওয়ার যোগ্য নহে । পুত্রবধুর মূল্য না বুঝিলে, ভবিষ্যজন্মে আর কখনও পুত্রলাভের যোগ্য হইতে পরিবে না । মনে রাখিও যত্র জীব তত্র শিব ...যেখানে নারী, সেখানেই গৌরী আছেন ; মনে রাখিও, যে গৃহের বধূগণ সন্তুষ্ট, লক্ষ্মী তথায় সতত বিরাজ করেন । বৎস যাদব ! অসহায়া স্ত্রীকে রক্ষা করিও এবং প্রাণের সহিত ভাল বাসিও । নাস্তি ভাৰ্য্যা সমে বন্ধুঃ ; নাস্তি ভাৰ্য্যা সমা গতিঃ । নাস্তি ভাৰ্য্যা সমে লোকে, সহায়ো ধৰ্ম্মসংগ্রহে । Sod: