পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। এই পুথিবীতে স্ত্রীর সমান বন্ধু নাই, স্ত্রীর সমান গতি নাই এবং ধৰ্ম্মলাভেও এমন সহায় আর কেহ নাই । মনে রাখিও, “সুন্দরী বা দরী বা,”—স্ত্রী কুরূপ হইলেও, একটি মাত্র বিবাহ ধৰ্ম্মসঙ্গত । অতএব, দ্বিতীয় স্ত্রী গ্রহণের বাসন, মনে এক মুহূৰ্ত্তের জন্যও পোষণ করিও না ।” অতঃপর সন্ন্যাসিনী মূৰ্ত্তিধারী নারায়ণ অদৃশ্য হইলেন এবং কাভ্যায়নী ও যাদব উক্ত কথাগুলি পৰ্য্যালোচনা করিতে করিতে মৰ্ম্মাহত হইতে লাগিলেন। ১৮ । মোকদম-প্রিয়তা । নারায়ণ দেখিলেন, এ দেশের অধিকাংশ লোকই মোকদমাপ্রিয় এবং প্রতি বৎসর বহু কোটী টাকা, এই উদ্দেশ্যে ব্যয়িত হয় । এই দুঃখজনক দৃশ্ব দর্শন করিয়া, তিনি চিন্ত৷ করিতে লাগিলেন, হায় রে! ক্ষমা ও স্বাৰ্থত্যাগের অভাবই এরূপ মোকদ্দমাপ্রিয়তার একমাত্র কারণ ! হায় ! অনেক স্থলে পঞ্চাশ টাকা মূল্যের ভূমির জন্ত, পঞ্চাশ হাজার টাকাও ব্যয় হয় ! ভ্রাতৃ-কলহে ও জ্ঞাতিবিরোধে, উকীলের ফি ও আদালতের ব্যয়-বহনে, অনেক স্থলে সৰ্ব্বনাশ উপস্থিত হয়। এ হৃদয় বিদারক দৃশ্য, আর দর্শন করিতে পারি না । মা ! ভারতভূমি ! এ ভাব ত তোমাতে সম্পূর্ণ অভিনব ! মা ! তোমার সন্তানগণের স্বাৰ্থত্যাগের জলন্ত দৃষ্টান্ত, ఫ్ఫిల