পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । তাহা বলিতে পারি না । এস, এক্ষণে পতিতপাবনীর পবিত্র সলিলে অবগাহন করিয়া পাপরাশি বিনাশ করি ” গণেশ বলিলেন, “প্ৰভু, স্বানের পূৰ্ব্বে "গঙ্গার প্রতি” এই নামে একটি কবিতা পাঠ করিতে ইচ্ছা করি ; দয়া করিয়া শুনিবেন কি ?” নারায়ণ ও নারদ উভয়েই বিশেষ আগ্রহ সহকারে বলিলেন, “আচ্ছ বেশ, অগ্রে কবিতাটি শুনি, তার পর স্বান করিব।” গণেশ কবিতাটি পাঠ করিতে লাগিলেন ;– ૨૭ (ઃ