পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । কত বা মানব, ভিক্ষাবৃত্তি করি, দিনান্তভোজনে, যাপিছে দিন, ফেলিছে নিঃশ্বাস,পূৰ্ব্বভাব স্মরি, ভেবে ভেবে তনু,হ’তেছে ক্ষীণ ! কত দীনহীন, কুটার নিবাসী, কুবের ভবন, জিনিয়। লয়, কত পাপাচারী, পুণ্য অভিলাষী, তোমার কৃপায়, সকলি হয় ! কিন্তু মা ! সদাই আশঙ্কা উপজে এমন নগরী হইবে লয়, নয়নের প্রীতি, ললিত পঙ্কজে, নিদয় কাটাণু, লুকিয়ে রয় ! বাহা দৃশ্যে শুধু, কমনীয় কায়, অস্তরে কীটাণু করিছে ক্ষয়, লুপ্ত-চিহ্ন হবে, জলবিম্ব প্রায়, খসিয়া পড়িবে, সুষমাচয় ! শুন কি,মা গঙ্গে ! সাম-গান-ধ্বনি উঠিতে কখন’ তোমার তটে, আর কি ভকতি-পন্থরাগ-মপি, উজলে কাহার হৃদয়পটে ? s ● デー