পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেৱগণের অভিনব ভারত-দর্শন । অধিকাংশ লোকই আরাম-প্রিয় ; তাহারা নাটকের গান অধিকতর ভালবাসে এবং হরিগুণ-গান শ্রবণে তত বেশী অভিলাষী নহে। তাহাদের কর্ণকুহরে পবিত্র “হরিনাম” প্রবিষ্ট হইলেই, “নাম” অতি সহজে, ইহার মাহাত্ম্য-বিস্তার করিবে । তোমরা হরিনাম প্রচারার্থ এখনই বহির্গত হও ।” “প্ৰভু, যে আজ্ঞে,” এই বলিয়া নারায়ণের পদধূলি গ্রহণ পূৰ্ব্বক, তাহারা যাত্রা করিলেন । অনন্তর নারায়ণ চিন্তা করিতে লাগিলেন, “এক্ষণে সহরচিত্র” দর্শনাভিপ্রায়ে আমিও একবার বহির্গত হইব ; দশন শেষ না হইলে, আর গৃহে প্রত্যাগমন করিব না ।” তিনি পুজক ব্রাহ্মণকে বলিয়া, সহরে বহির্গত হইলেন । ২১ ৭