পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । অপার আনন্দের উদয় হইয়াছে, তাহ, বলিতে পারি না ! প্রতিদিন সহস্রাধিক অতিথি ভোজন | সহরবাসী যাবতীয় অন্ধ, আতুরের একমাত্র, আশ্রয়স্থল ! আহা ! এরূপ অন্নযজ্ঞ, এ দেশে অতি বিরল “অন্নদানাং পরং দানং ন ভূতং ন ভবিষ্কৃতি” রাজেন্দ্র, এ বাক্যের অর্থ, বেশ বুঝিয়াছিলেন । হায় ! এই কলিকাতা নগরীতে বহু ধনবান লোক আছেন বটে, কিন্তু, এবম্বিধ দ্বিতীয় আর একটি অনুষ্ঠান, এ পর্য্যন্ত হইল না ! হায় ! “অর্থের সার্থকতা কি,” তাহারা সম্পূর্ণরূপে, এই জ্ঞানপরিশুন্য ! যে অর্থ লোকের হিতাৰ্থ ব্যয়িত না হয়, সে অর্থ সমুদ্র-গর্ভ-সঞ্চিত রত্বরাজির ন্যায়, অসার ও অকৰ্ম্মণ্য পদার্থ ! রাজেন্দ্রলাল, এখন স্বৰ্গবাসী ; নন্দনকাননোপান্তে, এক স্বরভি সমীর সেবিত দ্বিতল প্রাসাদে র্তাহার বাস ; সুরবালাগণ তাহার সেবিকা ; তাহার আত্মা, ক্রমশঃ উৰ্দ্ধ হইতে উৰ্দ্ধতর লোকে গমন করিবেন। . আহা ! এরূপ মহাপুরুষের আবিভাবেই, এ পর্য্যন্ত, এ দেশের অস্তিত্ব রহিয়াছে । হায় ! ভারতের আন পরিমিত লোকও, যদি এরূপ ধৰ্ম্ম পরায়ণ ও অতিথিসেবক হইত, তবে, এদেশকে, কখনও আমি “অভিনব দেশ” বলিতাম না । ২ । বিলাসিত । নারায়ণ দেখিলেন, এ দেশের অধিকাংশ লোকই বিলাসপরায়ণ ; স্ত্রী-পুরুষ, উভয় সমাজেই এই রিপুর পূর্ণ প্রভাব ! ఫి S. ఫె