পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দের, অন্তঃকরণ, দয়া-ধৰ্ম্ম, সত্য-সরলতা ও ভক্তিপ্রীতির স্বৰ্গীয় আলোক লাভে বঞ্চিত থাকে। পশুবৎ ইন্দ্রিয়সেবা আর মদ্যপানই, জীবনের একমাত্র লক্ষ্য হয় । তাহাদের উপার্জিত অর্থ যেন পক্ষ বিশিষ্ট ; গৃহাগত হওয়া মাত্রই গৃহান্তরে উড়িয়া যায় । দুশ্চরিত্রতা নিবারণের জন্য, সপরিবারে বাস শ্ৰেয়ঃ বটে, কিন্তু হায় । মদ্যপান ও বেশ্বাবিলাসের এমনই মোহিনী শক্তি যে, অধিকাংশ স্থলেই, স্ত্রী, রাত্রিকালে একাকিনী শয্যায় পড়িয়া থাকেন,—আর গুণধর স্বামী, বারবনিতাগৃহে রাত্রি যাপন করেন । হায় ! কি আর দেখিব,—বহু লোকের ভোজন স্থান হোটেল, আর শয়নাগার বেখ্যালয় । হায় । “পতিব্ৰতার আক্ষেপ” নামে, একটি কবিতা আমার মনে পড়িতেছে — २२ 8