পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। । অবোধ অবলা, বাহ সুশোভনা, ধনী রূপবান, প্রিয়পতি চায়, ন। ভাবে বিভব, ছেলের খেলনা, পতি-মন-জ্যোতিঃ পানে নাহি চায়। হ’ক প্রাণপতি, সম্পদ বিহীন, না থাক জগতে, বন্ধু সুসহায়, তবু মুখ, যদি হৃদয়-পুলিন, বিধৌত দাম্পত্য-প্রেমাম্বু-লীলায় । ওলো কুহকিনি, বেশ ভুজঙ্গিনি, দাম্পত্য প্রণয় করিয়া ছেদন, বিরহ-বিধুরী, স্বামি-কাঙ্গালিনী, ক'রেছ ক'জন, আমার মতন ? ওলো পিশাচিনি, সৰ্ব্বস্ব-উদরি, পবিত্র কামিনী-কুল-কলঙ্কিনি, নিরয়বাসিনি, কিরাত-কিঙ্করি, সাপিনি তাপিনি বারবিলাসিনি ! বড়ই আগুন, দিয়েছ জালিয়ে, হৃদয়-চুল্লীর অন্তরের তলে, নিবিবেন তাহ, প্রলয়ের বায়ে, যমুন অথবা জাহ্নবীর জলে ।” ૨૨૭