পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। সমূহ আলোকমালায় সুশোভিত ; কোন দ্বারে ব্রুহাম গাড়ী, কোথায়ও ল্যাণ্ডো, কোথায়ও বগগী, এবং কোথায়ও বা মটর গাড়ী দণ্ডায়মান ! কোথায়ও হারমনিয়াম, এবং কোথায়ও বা তবলের মধুর ধ্বনির সঙ্গে বামাকণ্ঠ নিঃস্থত মধুর সঙ্গীত যেন শ্রোতৃবর্গের কর্ণে অমৃত-সেচম করিতেছে ! এমন সময় বৃদ্ধারূপী নারায়ণ, এক দ্বিতল ভবনে প্রবেশ করিলেন এবং দ্বারবানকে সন্তুষ্ট করিয়া, উপরে উঠিলেন । দ্বিতলের কুঠরীগুলি উজ্জ্বল আলোক ও মনোরম চিত্র দ্বারা সুরঞ্জিত ছিল । বৃদ্ধাকে দর্শন মাত্র, বারবনিতাগণ সমবেত হইল এবং বিস্মিতভাবে বলিতে লাগিল “আহা ! এমন জ্যোতিৰ্ম্ময়ী স্ত্রীলোক ত কোথাও দেখিনি।” বৃদ্ধ বলিলেন, মাগো, তোমরাও ত কম সুন্দরী নও, কিন্তু দুঃখের বিষয়, এমন সুন্দর ফুল দেব-সেবায় লাগিল না ! মাগে। দেবতার সেবা-দাসী হবে কি ? আমি এজন্যই এসেছি । চল, আমার সঙ্গে শ্রীবৃন্দাবনে চল ; তোমাদিগকে রাধ রাণীর দাসী করিব । মা, কেবল ইহকাল লইয়াই তোমাদের জীবন ; তোমাদের কেবল ইহকালের সুখ, ইহকালের ভোগ ; কেবল ইহকালের আশা, আর ইহকালের ভাষা। কিন্তু, মা ! রাধা-রাণীর দাসী হইতে চাহিলে, পরকালের চিন্তাও করিতে হয় ; “ভজ রাধা, রাধা শ্যাম, শ্রীরাধা-গোবিন্দনাম,” কেবল এই শব্দোচ্চারণ করিবে। দেহবিক্রয় করিয়া, আর অর্থোপাৰ্জ্জন করিও না । যে অর্থ Rరిం