পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । তোমার মৃত্যুও যেন না হয় ; কারণ, তোমার ইহকালে যেমন কষ্ট, পরকালেও তেমনই কষ্ট । বৎস ! তোমার দশাও ঠিক এইরূপ ; তোমার ইহকাল ও পরকাল উভয়ই গেল । অতএব বৎস, এই ঘৃণিত পন্থা, তাছাই পরিত্যাগ কর । তাহা না হইলে, তুমি অনন্ত নরকে বাস করিবে এবং তোমার মাংস ও অন্য প্রাণীর ভক্ষ্য হইবে। । এই সকল কথা শ্রবণ করিয়া, কসাইর মনে আত্ম-গ্রানি উপস্থিত হইল এবং সে, জীবিকা নির্ববাহের জন্য উপায়ান্তর গ্রহণ করিবে, এই চিন্তা করিতে লাগিল । সন্ন্যাসীরূপী নারায়ণও, এই সময়, অদৃশ্য হইলেন । ৮। কালীঘাটে প্রকালীমাতা । নারায়ণ, কালীঘাটে বাবা নকুলেশ্বর ও কালীমাত দর্শনে আনন্দসাগরে নিমগ্ন হইলেন । বহু যাত্রী, বহু সেবক, বহু পুরোহিত, বহু দোকানদার ও ভিক্ষুক, তাহার নয়ন-গোচর হইল ; কিন্তু হয় । আন্তরিক ব্যাকুলতা, অতি অল্প লোকেই অনুভব করিলেন । বহু দুশ্চরিত্র নর-নারীও, তাহার দৃষ্ট্রিপথে নিপতিত হইল। এই হৃদয়-বিদারক দৃশ্য দর্শন করিয়া, তাহার শরীর শিহরিয়া উঠিল ! অনন্তর এই চিন্তা-স্রোত, তাহার মনে উদিত হইল, “হায় ! কেবল অবৈধ উপায়ে অর্থোপাত্তম্ভন, উদরের পূৰ্ত্তি-সাধন, প্রতারণা, প্রবঞ্চনা, ব্যভিচার, অধিকাংশ লোকেরই মূলমন্ত্র ! দেবালয়ের সেবক হইতে সামান্য দোকানদার পর্য্যন্ত, ? 8 ☾