পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । সন্ন্যাসিনীর কথা শ্রবণ করিয়া, শোভা উত্তর করিল, “মা ! আমাকে এরূপ সন্ধুপদেশ কেহ কখনও প্রদান করে নাই । বাস্তবিক, তামি নিতান্ত অন্যায় কাৰ্য্য করিতেছি ; আগামী কল্য হইতে আপনার উপদেশ মতই কার্না করিব । মাকে, দিদিকে আর গৃহস্থালীর কাজ করিতে দিব না ; আমি, অতি প্রত্যুষে উঠিয়া, নিজ হস্তেই সব কাজ করিল । সুগন্ধি তৈলাদির জন্য আর এত টাকা ব্যয় করিব না। স্বামীর সুখ-দুঃখ বুঝিয়া চলিব । নারায়ণের নিকট ও ক্ষমা প্রার্থনা করিব।” সন্ন্যাসিনী বলিলেন, “ম ! তোমার কথা শ্রবণ করিয়া, আমি যে কতদূর সুখী হইলাম, তাহ আর বলিতে পারি না ; কথার অনুরূপ কাৰ্য্য দেখিয়া, অধিকতর সুখী হইব ।” অনন্তর বধু সন্ন্যাসিনীর পদধূলি লইল । তিনিও তাহাকে আশীৰ্ব্বাদ করিতে করিতে স্থানান্তরে যাত্রা করিলেন । శ్రీ y இ 家@や