পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । বায়ুৰ্গন্ধস্য সদসৎ-কৰ্ম্মণঃ প্রেরকো নৃপঃ। কৰ্ম্ম প্রবর্তকোহধৰ্ম্মনাশক স্তমসো রবিঃ ॥ বায়ু, যেরূপ গন্ধের প্রেরক, নৃপও সেইরূপ সদসৎ কৰ্ম্মের প্রেরক ; রবি, যেমন অন্ধকার দূর করিয়া, তালোকের প্রবর্তৃক হন, রাজাও, তেমনই, অধৰ্ম্ম নাশ পূর্বক, ধৰ্ম্মের প্রবর্তৃক হন । তুষ্কৰ্ম্ম-দণ্ডকে রাজা যমঃস্তাদ দণ্ডকৃদ যমঃ। অগ্নিঃ শুচিস্তথা রাজা রক্ষাৰ্থং সর্বভাগভুক্ ॥ যম, যেরূপ দণ্ড-বিধান কর্তা, রাজাও, সেইরূপ পাপিগণের দণ্ড-বিধান-কর্তা । অগ্নি, যেরূপ পবিত্র বলিয়া, দেবগণের ভাগভুক, রাজাও, সেইরূপ, সমস্ত প্রজার রক্ষার জন্য, “ভাগভুক্‌” অর্থাৎ স্বীয় প্রাপ্যাংশ গ্রহণ করিয়া থাকেন । পুষ্যত্যপাংরসৈঃ সৰ্ব্বং বরুণঃ স্বধনৈ নৃপঃ। করৈশ্চন্দ্রোহলদিয়তি রাজা স্বগুণ-কৰ্ম্মভিঃ ॥ বরুণ, যেমন জলীয় রস দ্বারা সমস্ত জগতের পুষ্টি-বিধান করেন, রাজাও, তেমনই স্বকীয় ধনদ্বারা প্রজাগণকে পোষণ করিয়া থাকেন। চন্দ্র, যেরূপ স্বীয় সুস্নিগ্ধ কিরণ দ্বারা সমস্ত লোককে আহলাদিত করেন, রাজাও সেইরূপ, স্বীয় দয়া, দক্ষিণ্যাদি গুণ ও পূর্ব-কাৰ্য্যাদিরূপ কৰ্ম্ম দ্বারা সমস্ত প্রজার মনোরঞ্জন করেন । 象他电