পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন ! কিম্বা স্ত্রী-হত্যায় যে পাপ, আত্ম-হত্যায় ততোধিক পাপ । তুমি শান্তিলাভের জন্য, জীবন-ত্যাগ করিতে প্রস্তুত হইয়াছ, কিন্তু, ইহাতে তোমার অশান্তি আরও বৃদ্ধি পাইবে । মৃত্যুর পর, তোমার আত্মা, উন্মত্তের ন্যায়, ইতস্ততঃ ঘুরিয়া বেড়াইবে, কোন স্থানেই শান্তি পাইবে না । মা ! তুমি অবোধ বালিকা, এরূপ কাৰ্য্যে, কখনও, প্রবৃত্ত হইও না । তুমি তোমার স্বামীকে ত সাতিশয় ভালবাস ও ভক্তি কর এবং তিনিও তোমাকে যথেষ্ট ভালবাসেন । মা ! এই কি ভালবাসার পরিণাম | তুমি, এইভাবে জীবন ত্যাগ করিলে, তোমার দুর্ভাগ্য স্বামী, কিরূপ শোকাকুল হইবেন, তাহ, একবার ভাবিয়া দেখিয়াছ কি ? আর, তোমার শাশুড়ী-ঠাকুরাণীও স্নেহময়ী, তোমাকে যাহা বলেন, সকলই, তোমার মঙ্গলের জন্য ; তিনিও যে, কিরূপ শোকসাগরে নিমগ্ন হইবেন, তাহ, তুমি বুঝিতে পার কি ? শাশুড়ী-সেবায় পরম ধৰ্ম্ম । সুবালার বিবাহের আমোদ, ক্ষণিক ও তুচ্ছ ; বুদ্ধি এত হালকা কেন মা ! আমোদ-প্রমোদ উপভোগের যথেস্ট সময় আছে ; তাহ ঘটিবে না বলিয়াই কি জীবন বিসর্জন করিতে হয় । মা ! এমন পাপকাৰ্য্য করিতে কখনও বাসন করিও না। মা ! তুমি, তোমার মাতা-পিতার বড়ই আদরের মেয়ে ; তোমার আত্মহত্যার সংবাদ শ্রবণ করিয়া, তাহারাও যে, জীবন-বিসৰ্জ্জন করিতে প্রস্তুত হইবেন, এ ভাবটি, তোমার মনে স্থান পায় কি ? এ সংসারে, যে, যতদূর সহিষ্ণু ও ক্ষমাশীল, সে, ভতদূর সুখী। অতএব মা, মনের বল বুদ্ধি কর এবং মৰ্ম্মপীড়া ই গুe