পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্য। ভণ্ড-ভূম্যধিকারী। রাজা মহাদেব রায় একজন প্রসিদ্ধ লোক। র্তাহার বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকা । তিনি, সহৃদয় ও দেশ-হিতৈষী লোক বলিয়া, সর্বত্র পরিচিত। তিনি সন্ধ্যা-পূজা ও জপ-তপে, অধিকাংশ সময় ব্যয় করেন ; কলিকাতা, কাশী, বৃন্দাবন ও পুরাধামে, অধিকাংশ সময়, তাহার বাস ; “রাধা-শ্যাম” “রাধাগোবিন্দ,” “শিব শস্তৃ” বলিতে যেন তাহার নয়ন-যুগল অশ্রুপূর্ণ হয় ; কিন্তু, বাহিরের আবরণটি যেরূপ পরিপাটী, আত্মটি সেরূপ নয়। তিনি ও ঘোর বিষয়া, স্বর্থাঙ্ক ও দত্তাপহারী ; র্তাহার পূর্ব-পুরুষ-প্রদত্ত দেবোত্তর ও ব্রহ্মোত্তর, প্রায় সমস্তই বাজেয়াপ্ত করিয়াছেন ; ইহাতে র্তাহার বার্ষিক আয়, প্রায় পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইয়াছে । এই রাজ-বাটীতে, একদিন মধ্যাতুকালে, নারায়ণ, এক ব্রাহ্মণ-কুমার-মুখে “ত্ৰাহি মাং মধুসূদন” ধ্বনি শ্রবণ করিয়া, নিতান্ত আকুল হইলেন । অনন্তর, তিনি অলক্ষ্যভাবে এ বাটীতে উপস্থিত হইয়া, রাজা ও ব্রাহ্মণ-তলয়ের কথোপকথন শ্রবণ করিতে লাগিলেন । ব্রাহ্মণ । মহারাজ, বাটতে সকলেই পীড়িত ; তাহাদিগকে ফেলিয়া, আপনার আদেশ প্রতিপালনের জন্য আসিয়াছি । । 等、巻登