পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশ্য । দোকানদণর | নারায়ণ অলক্ষ্যভাবে দোকানদারগণের কার্য্য-কলাপ পরিদর্শন করিলেন ; দেখিলেন, কোনও স্থানে ক্রেতা একসের দ্রব্য চাহিতেছে, কিন্তু দোকানদার সে স্থলে চৌদ্দ ছটাক ওজন করিয়া দিতেছে ; কোথাও বা দোকানদার, বস্ত্রের ছিন্ন-অংশ গুপ্ত রাখিয়া, ক্রেতার নিকট হইতে পূর্ণ মূল্য আদায় করিতেছে ; কেহ বা জলমিশ্রিত তৈল, কেহ বা জলমিশ্রিত দুগ্ধ এবং কেহ বা চৰ্ব্বিমিশ্রিত ঘৃত বিক্রয় করিতেছে ; কেহ বা ক্রেত হইতে কোন দ্রব্যের মূল্য অতিরিক্ত মাত্রায় গ্রহণ করিতেছে । এই সকল দৃশ্যে মৰ্ম্মাহত হইয়া, তিনি চিন্তা করিতে লাগিলেন, হায় ! সততা ও সদ্ব্যবহারই যে ব্যবসায়ের জীবন, অতি অল্প লোকেরই এই জ্ঞান আছে । প্রবঞ্চক ও কর্কশভাষি-ব্যবসায়ী, কখনও উন্নতি-লাভ করিতে পারে না । প্রবঞ্চনা-জনিত লাভ অল্পকাল স্থায়ী, কিন্তু সততাজনিত লাভ অল্প হইলেও, দীর্ঘকাল স্থায়ী ; এক পয়সার দ্রব্য ক্রয়ে, বিক্রেতার উপর বিশ্বাস স্থাপিত হইলে, ক্রেত একশত টাকার দ্রব্য ক্রয় করিতেও দ্বিধা বোধ করে. না । ૨૭૪