পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডপসংহুণৱ । নারদ । প্রভু, এই ত দেখিলাম ! স্বর্ণভূমি ভারতের অবস্থা যেরূপ দাড়াইয়াছে, তাহ দেখিলাম ! হায় ! কিছুই ত নাই! ভারতে আছে, কেবল দৈন্য ও দুর্দশী ; দুঃখ ও দারিদ্র্য ; দুর্ভিক্ষ ও হাহাকার । ভারতে আছে, ওলাউঠা ও প্লেগ ; বসন্ত ও ম্যালেরিয়া ! ভারতে আছে, অলক্ষীর পূর্ণ দৃষ্টি , অভাব ও পাপের পূর্ণ প্রভাব ! এখানে মানুষ আছে, মনুষ্যত্ব নাই ; মন আছে, শান্তি নাই ; দেহ আছে, জীবন নাই ; সমাজ আছে, ধৰ্ম্ম নাই ; গৃহ আছে, লক্ষী নাই ; কেবল অধৰ্ম্ম, উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিত পূর্ণ মাত্রায় বিরাজমান। ভারত-সন্তান, আমাদের বীর-ভ্রাত। ইংরাজের মনুষ্যত্ব, অধ্যবসায়, কৰ্ম্ম-প্রিয়তা ও শ্রমশীলতার অনুকরণ না করিয়া, বরং তাহদের মদ্যপান, আহার-বিহার ও পোষাক-পরিচ্ছদেরই অধিকতর অনুকরণ করিয়া থাকে। অনেকেই সাহেব সাজিতে ভালবাসে,—পোষাকপরিচ্ছদে ও আহার-বিহারে, কিন্তু অন্তরে নহে। অন্তরে সাহেব সাজিলে কি এদেশের এরূপ দুৰ্গতি হয় ! প্রভু, উপায় কি ! ভারতের কল্যাণ কিরূপে হয় ? প্রভু, দয়া করিয়া একটি ক্ষুদ্র অবতার গ্রহণ করুন না ? এ হতভাগ্য নারদও, প্রভুর নব-মূৰ্ত্তি দেখিয়া ধন্য হউক ! প্রভু, আপনি ত সাধুদিগের পরিত্রাণ, দুষ্ট ミ*