পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । লোকদিগের বিনাশ ও ধৰ্ম্ম-সংস্থাপনের জন্য, যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন ;–এ ঘোর সঙ্কটকালেও “ঋষি-মাহাত্ম্য” পুনঃ স্থাপনের জন্য, ভারতে নব-ভাবে আবিভূত হউন। নারায়ণ । বৎস নারদ ! এখনও অবতার গ্রহণ করিবার সময় হয় নাই। তুমি যে ভারতে “ঋষি-মাহাত্ম্যের পুনরভু্যদয়ের” জন্য ব্যাকুল হইয়াছ, ইহাতে আমি পরমানন্দ লাভ করিলাম । ভারতবাসীর কল্যাণ-কামনায়, আমরা হরিনাম প্রচার করিলাম, বিবিধ জ্ঞানপূর্ণ উপদেশ প্রদান করিলাম ; এক্ষণে আবার গৃহে গৃহে কতকগুলি ধৰ্ম্ম-তত্ত্ব প্রচার করিব। আশা হয়, আমাদের অভিপ্রায় সিদ্ধ হইবে । ইংলণ্ডের কৰ্ম্ম, আর ভারতের ধৰ্ম্ম, এই দুটি ভাবের মিশ্রণে, ভারত-সন্তানকে নবীন ভাবে গঠিত করা আবশ্যক। কৰ্ম্মের উপাসক, আমার প্রিয় পুত্র, ইংরাজের তত্ত্বাবধানে থাকিয়া, তাহারা এই নব-যোগ অভ্যাস করিবে । গণেশ। প্রভু, এ নব-যুগে, ভারত-সন্তানগণের যে নব-যোগ শিক্ষার ব্যবস্থা করিতেছেন, তাহা কালোচিত ও প্রয়োজনীয় বটে। প্রত্যেক ভারত-সন্তানেরই, আমাদের প্রিয় ভ্রাতা ইংরাজের ন্যায় কৰ্ম্মবীর, আর, আর্য্যঋষির ন্যায় মহান হওয়া আবশ্যক । নারায়ণ । ইঁ, ঠিক তাই বটে । এক্ষণ, নিম্নলিখিত ধৰ্ম্ম-তত্ত্ব প্রচার ও শিক্ষা দ্বারা, আমরা, তাহদের যোগারস্তের প্রাথমিক সোপান প্রস্তুত করিব । סירב