পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-তত্ত্ব প্রচার । ১ । ভারত-সন্তান, তোমরা প্রকৃত “মানুষ” হও । সঙ্খ্যায় তোমরা ত্রিশকোট হইলেও, তোমাদের মধ্যে প্রকৃত মনুষ্যের সখ্যা অতি অল্প। কেবল “লাঙ্গুল-বিহীনতা” প্রকৃত মনুষ্যের লক্ষণ নহে,—প্রকৃত মনুষ্যের লক্ষণ স্বতন্ত্র । ২ । সস্তাব, সুচিন্তা ও দয়া-দক্ষিণ্যে আপন আপন হৃদয় পূর্ণ কর ; সত্য-প্রিয়তা, ধৰ্ম্মশীলতা, ভক্তি, প্রীতি ও স্নেহ তোমাদের অন্তরে বিরাজ করুক । ৩ । প্রত্যেক ভারত-সন্তানকে আপন সহোদরের ন্যায় ভালবাস ; তাহদের দোষ সংশোধন করিয়া, তাহাদিগকে প্রকৃত মনুষ্যত্ব শিক্ষা দাও । বিপন্ন, দুঃস্থ কি রুগ্ন ভারত-সন্তানের কোন না কোনও উপকার না করিয়া, দৈনিক অন্ন-গ্ৰহণ করিও না । ৪ । জ্ঞানী, জ্ঞান দ্বার, ধনী, ধন দ্বারা, বক্তা, বাক্যদ্বারা সমাজের উন্নতি-সাধন কর ; যে, যে ভাবে পার, অধঃপতিত ভ্রাতৃগণকে হস্ত ধরিয়া তুলিয়া লও ; ত্রিতলবাসী ক্রোড়পতিও কুটারবাসী, দীনহীন ব্যক্তিকে, ঘৃণা না করিয়া, আপন সৌভাগ্যের শীতল ছায়ায় আশ্রয় দাও । সমগ্র ভারতকে একটি বিপুল দেহ কল্পনা করিলে, ইহার সর্বাঙ্গের পুষ্টি সাধন প্রয়োজন । ኟግ8