পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ৫ । ভারত সন্তান,—হিন্দু, মুসলমান কি খ্রীস্টান, সকলেই আপন আপন ধৰ্ম্মে অনুরক্ত থাক। কেহ পরকীয় ধৰ্ম্মের নিন্দ} করিও না ; সকলেই মনে করিও, সকলেরই গন্তব্য স্থান এক,— কেবল পথ বিভিন্ন । আপন আপন ধৰ্ম্মে অনুরক্ত থাকিলে,সকলেই ভগবানের প্রীতি-লাভ করিতে পারে ; ধৰ্ম্মান্তর-গ্রহণ, ভ্ৰান্তি মাত্র । ৬ । ভারতের শিল্প-বাণিজ্য ও কৃষির উন্নতি-সাধনে স্বস্ব শক্তি ও অর্থ-নিয়োগ কর । দেশের অর্থ-বল বৃদ্ধি পাইলে, আভ্যন্তরিক গ্রানিও বহুল পরিমাণে বিদূরিত হইবে । ৭ । ধনী, দেশে দেশে পুষ্করিণী খনন করিয়া, পানীয় জলের অভাব দূর কর ; পান্থ-নিবাস স্থাপন করিয়া, পথিকদিগের সুবিধা কর ; এবং ধৰ্ম্ম-গোলা স্থাপন করিয়া, দরিদ্র ভ্রাতৃগণকে দুর্ভিক্ষের প্রকোপ হইতে রক্ষ কর । ৮ । তোমরা নিতান্ত মোকদম-প্রিয় ইহা জাতীয় উথানের একটি প্রধান অন্তরায় । অতএব, দেশে দেশে সালিসিবিচাব দ্বারা মোকদ্দমার নিষ্পত্তি কব ; সহসা রাজ-দ্বারে যাইয়! কোটা কোটী টাকা বায় করি ও না । ৯ । ব্যবহারিক পঞ্চ-মকারের সেবা বিষবৎ পরিত্যাগ কর : ইহার একটি মাত্র দোষেই মনুষ্যকে পশুত্বে পরিণত করে । ১০ । সকলেই অর্থকরী অথবা দেশহিতকর কোন নী কোনও কার্য্যে নিযুক্ত থাক ; কেহই অলসভাবে দিন-যাপন করিও না । ኟፃ ቁ