পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ১১ । প্রভিপল্লীতে অনূ্যন ৰিশ জন শিক্ষিত ও সচ্চরিত্র লোক লইয়া, এক একটি পল্লী-সমিতি গঠন কর। এই সমিতি আপন আপন পল্লীর দৈন্য ও দুর্দশা, দুঃখ ও দারিদ্র্য এবং অস্থখ ও অশান্তি দূর করিতে বদ্ধ-পরিকর হইবে । যে স্থানে ভ্ৰাতৃবিরোধ, গৃহ-বিবাদ, শাশুড়ী-বধূর ঝগড়া, স্ত্রী-পুরুষের বিবাদ, অভাব ও অশান্তি, সমিতি, এই সমস্ত অনর্থের মূল কারণ, সমুলে উৎপাটিত করিবে । দেশের সমস্ত লোক, এই সমিতির পৃষ্ঠ-পোষক থাকিবে । ১২ । বাগ্‌-বাহুল্য নিম্প্রয়োজন ; নীরব কাৰ্য্য চাই ; বাক্য, পত্র ; কাৰ্য্যই ফল ; ফল-সেবনেই আত্মার তৃপ্তিলাভ হয় । ১৩। তোমাদের পূর্বপুরুষগণ, রাজাকে দেবতা বলিয়। মনে করিতেন ; তোমরা সেই ধৰ্ম্ম নষ্ট করি ও না । মহামতি ইংরাজ রাজার প্রতি অটল ভক্তি রাখিও । প্রতিদিন ভারতসম্রাট পঞ্চম জর্জ ও সম্রাজ্ঞী মেরীর শান্তিময় সুদীর্ঘ জীবন কামনা করিও । প্রাণান্তেও ধৰ্ম্ম নষ্ট করি ও না । তোমরা ধৰ্ম্মবলে বলীয়ান না হইলে, কখনও উন্নতি-লাভ করিতে পারিবে না । অন্যায় ও অধৰ্ম্মচারী, জগতের নিয়মানুসারেই অধঃপতিত হয় । এই সকল ধৰ্ম্ম-তত্ত্বানুসারে কার্য্য করিলে, অচিরেই, ভারতে “ঋষি-মাহাত্ম্য-পুনরভু্যদয়ের” লক্ষণ প্রকাশ পাইবে ! দেবগণ, গৃহে গৃহে এই ধৰ্ম্ম-তত্ত্ব প্রচার করিতে লাগিলেন । কোথায়ও সভা-আহবান, কোথায়ও বা উক্ত তত্ত্ব সম্বলিত মুদ্রিত কাগজ, সকলকে বিতরণ করিতে লাগিলেন।