পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । বিভিন্ন ধৰ্ম্মাবলম্বী অনেক ভারত-সন্তান, উক্ত ধৰ্ম্ম-তত্ত্বানুসারে কাৰ্য্য করিতে প্রবৃত্ত হইলেন। দেবগণ, ইহা দর্শন করিয়া, পরমানন্দ লাভ করিলেন । কতিপয় অল্পবয়স্ক সুবোধ বালক, দেবগণকে জিজ্ঞাসা করিল, “ঠাকুর, আমাদিগকে, কিছু উপদেশ দিবেন কি ?” গণেশ উত্তর করিলেন, “হা, তোমাদিগকে এক অমূল্য ਸੈਸੀ। প্রদান করিতেছি ; তোমরা, যত্ন-পূর্বক ইহা গ্রহণ করিলে, দেবতা হইতে পারিবে ।” বালকগণ । ঠাকুর, মানুষ, দেবত হয় কি ক’রে ? ' গণেশ । গুণ দ্বারাই মানুষ দেবতা হয় । দেখ, মানুষের মধ্যে কেহ পশু, কেহ মানুষ, কেহ দেবতা । বালকগণ । ঠাকুর, আমাদিগকে সেই অমূল্য জিনিষ দিন, যাহাতে মানুষ দেবতা হয় ! “আচ্ছ, আমি তোমাদিগকে, সেই অপূর্ব উপহার প্রদান করিতেছি,” এই বলিয়া, গণেশ, এক এক খণ্ড মুদ্রিত কাগজ প্রত্যেককে দান করিলেন । ኟፃፃ